Site icon Jamuna Television

আত্মহত্যার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী অরিত্রি অধিকারী আত্মহত্যার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সকালে ভিকারুননিসা নূন স্কুলে যান তিনি। এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তারা তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস জানান, স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে ৩ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, অরিত্রি অধিকারীকে ছাড়পত্র দেয়া হয়নি বলে দাবি করেন তিনি।

Exit mobile version