Site icon Jamuna Television

ব্যাংকে কাল লেনদেন বন্ধ

প্রতীকী ছবি।

৩১ ডি‌সেম্বর ‘ব্যাংক হলিডে’। সে হিসেবে আগামীকাল মঙ্গলবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ফলে শেয়ারবাজারে লেনদেনও বন্ধ থাকবে। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

ব্যাংকগুলো ৩১ ডিসেম্বর পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। ওইদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। সে কারণে এ দিনটিকে ব্যাংক হলিডে হিসেবে ধরা হয়। তবে গ্রাহকরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।

শেয়ারবাজারের শেয়ারের আর্থিক লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। তাই ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনও লেনদেন হয় না।

/এমএন

Exit mobile version