Site icon Jamuna Television

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬ ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক নারী সহ ৬ ফিলিস্তিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির সামরিক আদালত। সোমবারের, এ রায়ে সশ্রম কারাদণ্ড দেয়া হয় আরো ৮ জনকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানান, এর আগে ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি দলের গুলিতে নিহত হয় ৬ ফিলিস্তিনি। এ ঘটনার তিন সপ্তাহ পরেই আদালত থেকে আসে এ রায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যারাই ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির চেষ্টা করবে তাদের জন্যই এমন কঠোর শাস্তির ব্যবস্থা করবে আদালত। চলতি বছরের ১১ নভেম্বর গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে ২০১৪’সালের পরে হামাস গ্রুপ ইসরায়েলের সাথে সবথেকে ভয়াবহ সহিংসতায় জড়িয়ে পরে।

Exit mobile version