Site icon Jamuna Television

পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প

খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুরের মুন্সিবাড়ীতে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ওই অঞ্চলের পাঁচ শতাধিক অসুস্থ হতদরিদ্র নারী-পুরুষ ও শিশুদের মাঝে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের ব‍্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মাগফুর রহমান।

ঢাকার ক্যান্সার হাসপাতালের সহযোগী প্রফেসর ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিফ কনসালট্যান্ট প্রখ্যাত চিকিৎসক ডা. আবদুস সালাম ও পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আবদুল মজিদ উপস্থিত থেকে রোগী দেখেন এবং চিকিৎসা করেন।

এছাড়াও, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের চিকিৎসক ডা. আশিক, ডা. হাফিজ, ডা. প্রত্যাশা, ডা. সিফাত, ডা. অয়ন ও ডা. আসিফ রোগী দেখেন এবং চিকিৎসাপত্র প্রদান করেন।

/এএম

Exit mobile version