Site icon Jamuna Television

এবার কানাডায় অবতরণের সময় বিমানে আগুন

দক্ষিণ কোরিয়া ও নরওয়ের পর এবার কানাডায় দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার একটি ফ্লাইট দেশটির বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে ইঞ্জিনে আগুন ধরে যায়।

সোমবার (৩০ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি ও আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, হ্যালিফ্যাস্ক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় প্রচণ্ড গতিতে পিছলে যায় বিমানটি। এতে উড়োজাহাজের একাংশে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা হয়নি।

এয়ার কানাডার ২২৫৯ ফ্লাইটটি সেন্ট জন’স বিমানবন্দর থেকে হ্যালিফ্যাস্ক বিমানবন্দরে আসে। কিন্তু অবতরণের সময় ঘটে এই দুর্ঘটনা। ক্র্যাশ ল্যান্ডিংয়ের পর বিমানে থাকা প্রায় ৮০ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

/এএম

Exit mobile version