Site icon Jamuna Television

ইথিওপিয়ায় যাত্রীবাহী ট্রাক নদীতে পড়ে নিহত ৭১

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় যাত্রীবাহী ট্রাক নদীতে পড়ে কমপক্ষে ৭১ জন মারা গেছেন। তাদের মধ্যে ৬৮ জন পুরুষ আর বাকি তিনজন নারী। খবর আল জাজিরার।

রোববার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে দক্ষিণাঞ্চলীয় সিদামা প্রদেশে মর্মান্তিক এ দুর্ঘটনা হয়। স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, ট্রাকটির যাত্রীরা বিয়ের আয়োজন থেকে বাসায় ফিরছিলেন। পথে রাজধানী আদ্দিস আবাবা থেকে ৩শ’ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে যানটি।

ওভারলোডের কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নদীতে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সড়কপথের বেহাল দশা ও রক্ষণাবেক্ষণজনিত কারণে ইথিওপিয়ায় প্রাণঘাতি এমন দুর্ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়।

/এএম

Exit mobile version