Site icon Jamuna Television

মঙ্গলবার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচি হবে: হান্নান

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শহীদ মিনারে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। একইসঙ্গে, গণঅভ‍্যুত্থানের ঘোষণাপত্রের পক্ষে দেশের মানুষকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

হান্নান বলেন, জুলাই প্রক্লেমেশন (ঘোষণাপত্র) কীভাবে দেয়া হবে, তা মঙ্গলবার বিকেলে শহীদ মিনারে জানিয়ে দেয়া হবে।

তিনি আরও বলেন, ঘোষণাপত্র নিয়ে দেশি-বিদেশি নানা চক্রান্ত ছিল, সেটিতে পেরেক ঠুকেছে সরকার। অন্তর্বর্তী সরকার আমাদের প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরাও এর পক্ষে সমর্থন জানাই।

মঙ্গলবার ঘোষণাপত্র প্রকাশ করা হবে কিনা, এমন প্রশ্ন করলে মাসউদ কোনো উত্তর না দিয়ে প্রক্লেমেশনের পক্ষে কার্যালয়ের বাইরে মিছিল করা হবে জানিয়ে সংবাদ সম্মেলন স্থান ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্যতম সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলন শেষে সারজিস আলম কার্যালয়ে প্রবেশ করে কয়েক মিনিটের মধ্যে আবার বেরিয়ে যান।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দেয়ার পর সোমবার সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে কিছু দিনের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিবের এই ঘোষণার পর রাতে জরুরি মিটিংয়ে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

/এএম

Exit mobile version