Site icon Jamuna Television

জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার কোন পরিকল্পনা নেই: ওবায়দুল কাদের

জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার কোন পরিকল্পনা নেই আওয়ামী লীগের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ইতিহাস সাক্ষী জিয়া পরিবার বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে।

সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, হত্যা করা আর তাতে সমর্থন দেয়া সমান অপরাধ। ওবায়দুল কাদের জানান, খালেদা জিয়ার ওপর ব্যক্তিগত কোন আক্রোশ নেই। আদালতের নিদের্শেই, বিভিন্ন মামলায় সাজাভোগ করছেন বিএনপি চেয়ারপার্সন। অভিযোগ তুলেন, দলটি নিজেরা কোন আন্দোলন করতে না পারায়, তাবলিগ ইস্যুতে ফায়দা লুটার চেষ্টা করছে। বলেন, বিএনপি’র মনোনয়ন আসলে একটা পুতুল নাচ। তারাই আচরণবিধি লঙ্ঘন করছে।

Exit mobile version