Site icon Jamuna Television

শহীদ মিনারে আজ ‘মার্চ ফর ইউনিটির’ ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে আজ ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে দীর্ঘ বৈঠক শেষে এই ঘোষণা আসে।

সরকারের পক্ষ থেকে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার কথা জানানোর পর, বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন ছাত্র ও নাগরিক কমিটির নেতারা। দীর্ঘ আলোচনা শেষে জানানো হয়, আজ ‘মার্চ ফর ইউনিটি কর্মসূচি’ পালন করা হবে। সেখানে, দলমত নির্বিশেষে সবাইকে যোগ দেয়ার আহান জানানো হয়।

এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, সরকারের পক্ষ থেকে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া হয়েছে; এটিকে স্বাগত জানান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, সংগঠনের মধ্যে কোনো মতভেদ নেই। সংখ্যাগরিষ্ঠ সদস্য যেই মতামত দেন- তার ভিত্তিতেই সংগঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

/এনকে

Exit mobile version