Site icon Jamuna Television

মাথায় গুলি লেগে নিহত ফিলিস্তিনি নারী সাংবাদিক

ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শরণার্থী শিবিরে এক সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) বাহিনীর নিরাপত্তা সদস্যরা। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহত নারী সাংবাদিকের নাম শাজা আল-সব্বাগ (২১)। স্থানীয় সময় গত শনিবার (২৮ ডিসেম্বর) রাতে পিএ বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময় আল-কুদস বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থীর মাথায় গুলি লাগে।

শাজার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাসা থেকে বের হবার সময় পিএ বাহিনীর আক্রমণের শিকার হন তিনি। নিরাপত্তা বাহিনীর গুলিতেই তার মৃত্যু হয়।

রাজনৈতিক বন্দিদের পরিবারের কমিটি এই হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ‘এই অপরাধ আমাদের জনগণের স্বাধীনতা এবং জীবনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। এটি মানবিক ও জাতীয় মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।’ কমিটি মানবাধিকার সংস্থা ও কর্মীদের কাছে এই দমনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।

/এআই

Exit mobile version