Site icon Jamuna Television

সচিবালয়ে আগুন: আজ জমা দেয়া হবে প্রাথমিক তদন্ত প্রতিবেদন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত কমিটির রিপোর্ট আজ জমা দেয়ার কথা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টার মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গণি।

সেনা, পুলিশ, গণপূর্তসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা যে তথ্যগুলো সংগ্রহ করেছেন সেগুলো আজ মিটিংয়ের মাধ্যমে চূড়ান্ত হবে।

জানা গেছে, দেশের বিভিন্ন ল্যাবে আগুনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পরীক্ষা করা হয়েছে। চূড়ান্ত রিপোর্ট দেয়ার আগে বিদেশ থেকেও নমুনা পরীক্ষা করে দেখা হবে কেন আগুনটি লেগেছে এবং কারা জড়িত।

গত ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। সে ঘটনায় ৫ টি মন্ত্রণালয়ের দফতর ক্ষতিগ্রস্থ হয়। ৩০ ডিসেম্বর প্রাথমিক প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। তবে প্রস্তুত না হওয়ায় তা জমা দেয়নি কমিটি।

/এনকে

Exit mobile version