Site icon Jamuna Television

আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিচ্ছে না সংস্কার কমিশনগুলো

আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিচ্ছে না সংস্কার কমিশনগুলো। নির্বাচন সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবেন ৩ জানুযারি, দুর্নীতি দমন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন জমা দেবেন ৭ জানুয়ারি।

এছাড়া ১৫ জানুয়ারী প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন পুলিশ সংস্কার কমিশন। মন্ত্রপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ছয় সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে।

বিচার বিভাগ সংস্কার কমিশনসহ এই ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার কথা ছিলো। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। সংস্কার কমিশন গঠিত হলেও কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হওয়ায় সময় নেন তারা।

/এএস

Exit mobile version