Site icon Jamuna Television

সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১১

আবারও সিরিয়ার রাজধানীতে হামলা চালালো ইসরায়েল। রোববার (৩০ ডিসেম্বর) দামেস্কের একটি অস্ত্রাগার লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। এতে প্রাণ গেছে ১১ জনের।

ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার দামেস্কের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় ১১ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক।

হামলার পর অস্ত্রাগার ও আশপাশের এলাকাকে বিপজ্জনক ঘোষণা করেছে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। সতর্ক করা হয়েছে ধ্বংসস্তূপের মধ্যে থাকতে পারে অবিস্ফোরিত বোমা। তবে হামলার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে আইডিএফ। ইসরাইলের দাবি, তাদের লক্ষ্যবস্তু ইরান-সমর্থিত গোষ্ঠী, যারা আসাদকে সমর্থন করেছিল।

/এএম  

Exit mobile version