Site icon Jamuna Television

নড়াইলে তারেক রহমানের মানহানির মামলা খারিজ

নড়াইল করেসপনডেন্ট:

নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মামলাটি চালাতে বাদী অস্বীকৃতি জানালে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-২ এর বিচারক মেহেদী হাসান এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারী ঢাকায় অনুষ্ঠিত এক সমাবেশে শেখ মুজিবুর রহমানের সম্পর্কে দেয়া একটি বক্তব্যকে অবমাননাকর আখ্যা দিয়ে মামলাটি দায়ের করা হয়। শাহজাহান বিশ্বাস নামে এক মুক্তিযোদ্ধা মামলাটি দায়ের করেন। পরে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। পরবর্তীতে বাদী উচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল করলে মামলাটি পুনঃবিচারের আদেশ দেয়া হয়। এমন অবস্থায় বাদী মামলাটি পরিচালনায় অস্বীকৃতি জানালে আদালত আজ মঙ্গলবার মামলাটি খারিজ করে দেন।

এদিকে, মামলা খারিজের আদেশে আনন্দ মিছিল বের করে নড়াইল জেলা বিএনপি। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আদালত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

/আরএইচ

Exit mobile version