Site icon Jamuna Television

ঢাকা থেকে ফেরার পথে জামালপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বাসে হামলা

জামালপুর করেসপনডেন্ট:

শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি শেষে ফেরার পথে জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের বহনকারী বাসে ইট-পাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল থেকে মধুপুরের মাঝামাঝি স্থানে এ হামলা চালানো হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আঁখি বলেন, সকালে মার্চ ফর ইউনিটির প্রোগ্রামে জামালপুর থেকে পাচঁটি বাসে করে নেতাকর্মীরা শহীদ মিনারে যাই। সারাদিনের প্রোগ্রাম শেষে ফেরার পথে টাঙ্গাইল পার হওয়ার পর অতর্কিতভাবে একটি বাস লক্ষ করে ইট-পাটকেল ছোঁড়া হয়। এতে বাসের পাঁচটিরও বেশি গ্লাস ভেঙে যায়। তবে এতে কেউ আহত হয়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনা এড়াতে বাস না থামিয়ে দ্রুত সেখান থেকে চলে আসি। এই হামলার বিচার দাবি করছি।

/আরএইচ

Exit mobile version