Site icon Jamuna Television

কৃষিকাজ থেকে বছরে ৫ লক্ষাধিক টাকা আয় মাশরাফী’র

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে তিনি কমিশনে জমা দিয়েছেন নির্বাচনী হলফনামা। বছরে চার কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা আয় করেন বলে হলফনামায় উল্লেখ করেন তিনি।

এর মধ্যে কৃষিখাতে তিনি বছরে আয় করেন পাঁচ লাখ ২০ হাজার টাকা, ব্যবসা থেকে সাত লাখ ২০ হাজার টাকা, চাকরি থেকে তিন কোটি ১৭ লাখ চার হাজার টাকা এবং অন্যান্য খাতে মাশরাফির বাৎসরিক আয় এক কোটি ৫৫ লাখ চার হাজার ৭০০ টাকা।

আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন মাশরাফী। এ আসনে ভোটার সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৭৮২। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৭ হাজার ১০৫ জন এবং নারী ভোটার রয়েছে এক লাখ ৬০ হাজার ৬৭৭ জন।

Exit mobile version