Site icon Jamuna Television

জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় পার্টির (জাপা) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ জানুয়ারি। ১৯৮৬ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।

বুধবার (১ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকীতে হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টি। সকালে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে এ শ্রদ্ধা জানানো হয়।

এ সময়, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে, হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।

এছাড়াও, দলের প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এবং চেয়ারম্যানের উপদেষ্টা আজহারুল ইসলাম শামীম’সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও।

/এআই

Exit mobile version