Site icon Jamuna Television

ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। তাকে আটকের পর নরসিংদী মডেল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখায়।

সেনাবাহিনী জানায়, মঙ্গলবার রাতে পাঁচদোনার একটি বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় শাহ আলম। এলাকাবাসীকে ভয় দেখাতে সে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে এলাকাবাসী সেনাবাহিনীকে খবর দিলে; দুটি বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘেরাও করে।

সেনাবাহিনীকে লক্ষ্য করেও গুলি ছোড়ে শাহ আলম। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। তার কাছ থেকে পিস্তল ও গুলি জব্দ করা হয়।

গত ২২ ডিসেম্বর রাতে পাঁচদোনা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ছাত্রদল কর্মী হুমায়ুন। খুনের অভিযোগ ওঠে শাহ আলমের বিরুদ্ধে। তার নামে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

/এনকে

Exit mobile version