Site icon Jamuna Television

জামালপুরে আগুনে পুড়লো চার ঘর

জামালপুর করেসপনডেন্ট: 

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকায় অগ্নিকাণ্ডে ৪টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ মোটরসাইকেল পুড়ে গেছে। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে গুঠাইলের বাজার ব্যবসায়ী ওয়ারেস আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

স্থানীয়রা বলেন, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চারটি ঘর পুড়ে গেলেও ১০ মিটার দুরে থাকা গ্রামীণ ব্যাংকের গুঠাইল শাখা সুরক্ষিত রয়েছে। 

আগুনের ঘটনায় কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। 

/এনকে

Exit mobile version