Site icon Jamuna Television

দেশে শীতের তীব্রতা, সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। সূর্যের প্রখরতা কমে যাওয়ায় ঠাণ্ডা আরও বেশি অনুভূত হচ্ছে।

আজ বুধবার (১ জানুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নিয়মিত বুলেটিনে তারা জানায়, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকছে। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। 

এতে আরও বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

/এএম

Exit mobile version