Site icon Jamuna Television

ভার্জিনিয়ায় দেড় শতাধিক বিস্ফোরক উদ্ধার, রেকর্ড এফবিআইয়ের

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা 'এফবিআই'এর প্রতিনিধিত্বকারী ছবি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি ফার্ম থেকে দেড় শতাধিক বিস্ফোরক উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। যা সংস্থাটির ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে বড় জব্দের ঘটনা, বলছেন এফবিআই কর্মকর্তারা। খবর ওয়াশিংটন পোস্টের।

কিছুদিন পূর্বে গ্রেফতার করা হয়েছিল ফার্মটির মালিক ব্র্যাড স্প্যাফোর্ডকে। তার শোবার ঘরে একটি ব্যাগের ভেতর পাওয়া যায় বিস্ফোরকগুলো। ব্যাগটির ওপর লেখা ছিলো ‘নো লাইভস ম্যাটার’।

ধারণা করা হচ্ছে, সরকারবিরোধী কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত তিনি। বিস্ফোরক ছাড়াও তার কাছে পাওয়া গেছে বেশ কিছু অনিবন্ধিত অস্ত্রও। ব্র্যাড প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের ছবিকে লক্ষ্য বানিয়ে নিশানা অনুশীলন করতেন বলেও জানিয়েছে এফবিআই।

এর আগে, ২০১১ সালে বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ব্র্যাড স্প্যাফোর্ড নিজের তিনটি আঙ্গুল হারান বলে জানা গেছে।

/এএম

Exit mobile version