Site icon Jamuna Television

নিরাপত্তারক্ষীকে আঘাত করে ২ ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান কুইয়া

নিরাপত্তাকর্মীর সঙ্গে বিবাদে জড়ানো এবং কনুই দিয়ে আঘাত করায় উলভারহ্যাম্পটন স্ট্রাইকার ম্যাথিউস কুইয়াকে ২ ম্যাচ নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। একইসঙ্গে, ওই অসদাচরণের দায়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৮০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।

গত ১৪ ডিসেম্বর প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউনের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় উলভস। ম্যাচ শেষে প্রতিপক্ষের এক নিরাপত্তাকর্মীকে কনুই দিয়ে আঘাত করেন এবং তার চশমা কেড়ে নেন কুইয়া। এমন আচরণের জন্য ২ ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৮০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।

কুইয়াকে হারানো উলভসের জন্য হলো বড় ধাক্কা। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড আছেন ভালো ছন্দে। ইতোমধ্যেই করেছেন ১০ গোল। নিষেধাজ্ঞার ফলে প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্ট ও এফএ কাপের তৃতীয় রাউন্ডে ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচ মিস করবেন কুইয়া।

/এএম

Exit mobile version