Site icon Jamuna Television

নাটোরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জেলা সভাপতিসহ আহত ৩

স্টাফ রিপোর্টার:

নাটোর শহরের বড়গাছা এলাকায় আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে শাহরিয়ার হোসেন রিয়ন নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস ও ছাত্রলীগ কর্মী রুবেল। মঙ্গলবার দুপুর তিনটার দিকে এই ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম ও স্থানীয়রা জানায়, নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস ও নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন রিয়নের মাঝে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। এনিয়ে তাদের মধ্যে পূর্বেও বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে বড়গাছা এলাকায় জেমস ও রিয়ন গ্রুপের সদস্যরা সামনাসামনি হলে দুই গ্রুপই সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় তাদের মধ্যে কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনাও ঘটে। এতে শাহরিয়ার হোসেন রিয়ন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ রিয়নকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত জেমস ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশের দাবি আহতরা সকলেই আশংকামুক্ত রয়েছেন।

Exit mobile version