Site icon Jamuna Television

জয় দিয়ে বছর শুরু আর্সেনালের

জয় দিয়ে বছর শুরু করেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ব্রেন্টফোর্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে গানাররা।

জিটেক স্টেডিয়ামে আর্সেনালকে আতিথ্য দেয় ব্রেন্টফোর্ড। খেলার ১৩ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে সফরকারীরা। মিকেল ডামসগার্ডের পাস ধরে বক্সে ঢুকে বল জালে পাঠন এমবিউমো। ২৯ মিনিটে গ্যাব্রিয়েল হেসুসের গোলে সমতায় ফেরে আর্সেনাল।

বিরতির পর তিন মিনিটের মধ্যে দুই গোল আদায় করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গানাররা। খেলার ৫০ মিনিটে মেরিনো ও ৫৩ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ফিনিশিংয়ে ৩-১ গোলের জয় নিশ্চিত করে সফরকারীরা।

এই জয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে আনে আর্সেনাল। ১৯ ম্যাচে ১১ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মিকেল আর্তেতার দল। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে যথারীতি লিভারপুল।

/এএম

Exit mobile version