Site icon Jamuna Television

বন্যায় বিপর্যস্ত ম্যানচেস্টার, ‘হলুদ’ সতর্কতা জারি

ভয়াবহ বন্যার কবলে যুক্তরাজ্যের ম্যানচেস্টার। একদিনের বৃষ্টিতেই তৈরি হয়েছে এ বন্যা পরিস্থিতি। বুধবার (১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, বিবিসি।

প্লাবিত হয়েছে বাড়ি-ঘর। রাস্তার বিভিন্ন জায়গায় পানিতে আটকে আছে যানবাহন। উদ্ধার ও পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা। জরুরি অবস্থা জারি না করা হলেও বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

তবে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আরও বাড়তে পারে বৃষ্টিপাতের মাত্রা। কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে ১০ সেন্টিমিটারেরও বেশি।

এদিকে, দেশটির আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে– ল্যাঙ্কশায়ার ও ম্যানচেস্টারের ভারী বৃষ্টির পূর্বাভাসের ‘হলুদ’ সতর্কবার্তা দেয়া হয়েছে। কিছু কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

/এএম

Exit mobile version