Site icon Jamuna Television

জয়সওয়ালের আউট নিয়ে চলা আলোচনার বিষয়ে যে ব্যাখ্যা দিলো স্নিকো কর্তৃপক্ষ

বক্সিং ডে টেস্টে যশস্বী জয়সওয়ালের আউটকে কেন্দ্র করে ওঠা আলোচনা থামছে না কিছুতেই। অনফিল্ড আম্পায়ারের নটআউটের সিদ্ধান্তের পর টিভি আম্পায়ার শরফুদ্দৌল্লা সৈকতের চূড়ান্ত সিদ্ধান্তে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। স্নিকোমিটারে কিছু ধরা না পড়লেও নিজের চোখের দেখার ওপর পূর্ণ আস্থা রাখেন বাংলাদেশি এই আম্পায়ার।

যদিও ভারতের অধিনায়ক রোহিত শর্মা এটিকে আউট বলেই মত দিয়েছেন। রিকি পন্টিং, মার্ক ওয়াহ, রবী শাস্ত্রী, মাইকেল ভন, সাইমন টফেল ও হার্শা ভোগলের মতো হ্যাভিওয়েট সাবেক ক্রিকেটার, আম্পায়ার ও ক্রিকেট বিশ্লেষকরা সৈকতের সিদ্ধান্তকেই সঠিক বলে স্বীকৃতি দিয়েছেন। তবে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার ও বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লাদের মতো অনেক ভারতীয়ই এটিতে আউট মানতে নারাজ।

জয়সওয়ালের আউট নিয়ে এতো আলোচনার মূল কারণ স্নিকোর তরঙ্গ ‘সিগন্যাল’ না দেয়া। খালি চোখে জয়সওয়ালের গ্লাভসে বল লাগতে দেখা গেলও স্নিকোতে কোনো কিছুই ধরা পড়েনি।

ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসে কয়েক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে ব্যাটে বা প্যাডে বল লেগেছে কি না, তা বুঝতে রিয়েল টাইম স্নিকো (আরটিএস) বা আল্ট্রা এজ এবং হট স্পটের সাহায্য নেয়া হয়। স্নিকো মূলত শব্দকেন্দ্রিক ফল দেয়। বল যতটা জোরে বা তীব্রতার সঙ্গে ব্যাট বা প্যাড স্পর্শ করে, তরঙ্গ চিহ্ন ততটাই স্পষ্ট ফুটে ওঠে। হটস্পটে ফুটে ওঠে বল ব্যাট বা প্যাডের ঠিক কোন জায়গায় কতটুকু স্পর্শ করেছে।

জয়সওয়ালের আউট নিয়ে চলা আলোচনার বিষয়ে বক্তব্য পাওয়া গেছে স্নিকো পদ্ধতির আবিষ্কারক সংস্থার। স্নিকো প্রযুক্তির উদ্ভাবক বিবিজি স্পোর্টসের প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনান। তিনি প্রতিষ্ঠানটির প্রযুক্তি প্রধানের দায়িত্বও পালন করছেন। কোড স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

সেখানে ব্রেনান বলেন, স্নিকো হালকা স্পর্শ বা আলতো আঘাতের বিষয়টি সব সময় ধরতে পারে না, ‘(জয়সওয়ালের) এই শটটাও তেমনই একটা শট, যেটায় কোনো শব্দ হয়নি। স্নিকোও তা–ই কোনো শব্দ (তরঙ্গ চিহ্ন) দেখায়নি। আমি অডিও পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনিও বলেছেন কোনো শব্দ হয়নি। সম্ভবত হট স্পটই এ ক্ষেত্রে সমাধান দিতে পারতো।’

অস্ট্রেলিয়া–ভারতের মধ্যকার চলমান বোর্ডার–গাভাস্কার ট্রফিতে হট স্পট নেই। ২০১৩ অ্যাশেজে এটি নিয়ে প্রশ্ন ওঠার পর অস্ট্রেলিয়া সব সিরিজে হটস্পট ব্যবহার করে না। হট স্পট ও স্নিকো—দুটি প্রযুক্তিরই উদ্ভাবক বিবিজি স্পোর্টস।

প্রসঙ্গত, মেলবোর্ন টেস্টে শেষ দিনের তৃতীয় সেশনে জয়সওয়ালের বিরুদ্ধে ক্যাচের আবেদন করেছিল অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ার জোয়েল উইলসন আবেদনে সাড়া না দেয়ার পর প্যাট কামিন্স রিভিউ চান। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা শরফুদ্দৌলা ভিডিও রিপ্লে দেখে জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দেন খোলা চোখে বলের দিকপরিবর্তন দেখে। ৮৪ রান করা জয়সওয়ালের আউটের পর ভারতের দ্বিতীয় ইনিংস বেশিক্ষণ টেকেনি। ১৮৪ রানে ম্যাচ হেরেছে সফরকারীরা।

/এনকে

Exit mobile version