Site icon Jamuna Television

সিডনি টেস্ট: বাদ মিশেল মার্শ, অভিষেক হচ্ছে ওয়েবস্টারের

সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট খেলতে আগামীকাল নামছে ভারত ও অস্ট্রেলিয়া। নতুন বছরের প্রথম এই টেস্ট শুরুর আগেই একাদশ ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টের একাদশে একটি পরিবর্তন এনেছে অজিরা।

একাদশ থেকে জায়গা হারিয়েছেন ব্যাটিং অলরাউন্ডার মিশেল মার্শ। তার বদলে অভিষেক হচ্ছে তাসমানিয়ার ৩১ বছর বয়সী অলরাউন্ডার বিউ ওয়েবস্টারের।

চলতি ভারত সিরিজটা একেবারেই ভালো যাচ্ছে না মিশেল মার্শের। প্রথম টেস্টে ব্যাট বলে দলের জন্য অবদান রাখলেও শেষে তিন টেস্টে ব্যাটিং-বোলিং দুইক্ষেত্রেই একেবারে ‘অকার্যকর’ ভূমিকায় ছিলেন মার্শ।

চার টেস্টের সাত ইনিংসে ব্যাট করে একবার মাত্র দুই অঙ্কে (৪৭) পৌঁছাতে পেরেছেন এই অলরাউন্ডার। শেষ পাঁচ ইনিংসে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ৯! আর সিরিজে ৩৩ ওভার বল করে উইকেট পেয়েছেন তিনটি। ভারত সিরিজে মিশেল মার্শের ব্যাটিং ইনিংসগুলো যথাক্রমে- ৬, ৪৭, ৯, ৫, ২, ৪ ও ০।

অপরদিকে, তাসমানিয়ান অলরাউন্ডার ওয়েবস্টার প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন। ২০২২ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ৫৭ দশমিক ১ এভারেজে রান তুলেছেন এই ক্রিকেটার। পাশাপাশি একই সময়ে উইকেট নিয়েছেন ৮১টি।

ওয়েবস্টার, স্যার গ্যারি সোবার্সের পর দ্বিতীয় ক্রিকেটার যিনি শেফিল্ড শিল্ড সিজনে ৯০০ রান ও ৩০ উইকেট শিকার করার কীর্তি গড়েছেন।

/এনকে

Exit mobile version