Site icon Jamuna Television

বাড়ছে কর, প্রভাবমুক্ত থাকবে নিত্যপণ্য

ফাইল ছবি

কিছু পণ্যে বড় ছাড় এবং এর ঘাটতি মেটাতে কিছুক্ষেত্রে কর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এমন সিদ্ধান্ত নিত্যপণ্যের দামে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ-এর প্রস্তাবে নয়, ঘাটতি হিসাব করেই কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। যেসব ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে তাতে দরিদ্রদের সমস্যা হবে না।

শিক্ষা, স্বাস্থ্য ও আইটি খাতকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। দেশের অর্থনীতি ও ব্যাংকিং প্রসঙ্গে তিনি বলেন, আগের চেয়ে অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং ব্যাংকে শৃঙ্খলা ফিরে এসেছে। তবে সব কিছু স্বাভাবিক হয়েছে এমন নয়।

তিনি আরও বলেন, ৪৩ পণ্যের কর বৃদ্ধির সিদ্ধান্ত নিত্যপণ্যের দামের ওপর প্রভাব ফেলবে না। কারণ, অত্যাবশকীয় পণ্যের শুল্ক জিরো করে দিয়েছি, ছাড় দিয়েছি।

চাল, ডালসহ প্রয়োজনীয় পণ্যর দাম বাড়বে না জানিয়ে তিনি বলেন, যেগুলোর দাম বা কর বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে তা খুবই অগুরুত্বপূর্ণ পণ্য। হোটেলের ক্ষেত্রে যে দাম বাড়িয়েছি, তা তিন তারকা হোটেলের ওপরে। যারা বিমানে চলাচল করে তাদের ২০০ টাকা বেশি দিতে সমস্যা হবে না।

এগুলো মার্জিনাল বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। বলেন, নেপাল ভুটানসহ পৃথিবীর কোনো দেশে এত কম কর বা ট্যাক্স নেই। এরপরও অত্যাবশকীয় পণ্যের কর জিরো করে দিয়েছি।

উপদেষ্টা আরও বলেন, আগের চেয়ে অর্থনীতি শক্তিশালী হয়েছে। সব কিছু স্বাভাবিক হয়েছে বলবো না তবে ব্যাংকে শৃঙ্খলা ফিরে এসেছে, ব্যাংকের প্রতি আস্থা ফিরে এসেছে।

/এমএইচ

Exit mobile version