Site icon Jamuna Television

ঢাকার বিপক্ষে ৭ উইকেট নিলেন ‘ঢাকা এক্সপ্রেস’, চ্যালেঞ্জিং লক্ষ্য রাজশাহীর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বোলিং ভেলকিতে রীতিমতো জাদু দেখিয়েছেন ‘ঢাকা এক্সপ্রেস’ খ্যাত তাসকিন আহমেদ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৮ রানের খরচায় ৭ উইকেট তুলে নিয়েছেন এ পেসার। স্বীকৃত টি-টোয়েটিতে এটি তৃতীয় সেরা বোলিং ফিগার। এতোদিন বাংলাদেশি বোলারদের মধ্যে সাকিবের ৬ রানে ৬ উইকেট ছিলো সবার উপরে। এবার জাতীয় দলের এ সতীর্থের কাছে রেকর্ড হাতছাড়া হলো মিস্টার সেভেন্টি ফাইভের।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। শাহাদাতের ফিফটির পাশাপাশি দলগত ব্যাটিংয়ে ১৭৪ রানের পুঁজি পায় পেরেরার দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। দলীয় ১২ রানে ২ উইকেট হারায় দলটি। ৫ বলে শূন্য রান করে লিটন আউট হলে ১০ বলে ৯ রান করে তার দেখানো পথে হাঁটেন আরেক ওপেনার তানজিদ তামিম।

শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকা শিবিরে হাল ধরেন স্টিফেন এসকেনজি। তবে ফিফটি তুলতে পারেননি তিনি। ২৯ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

এরপর কিছুটা হার্ড হিটার ভূমিকায় আবির্ভূত হন অধিনায়ক থিসারা পেরেরা। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ২১ রান করে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন এ লঙ্কান তারকা।

এক প্রান্ত আগলে রেখে ৪১ বলে ফিফটি তুলে নেন শাহাদত। বাকি ব্যাটারদে মধ্যে আলাউদ্দিন বাবু (১৩), মুকিদুল ইসলাম (০) এবং রঞ্জনি ২৪ রানে আউট হলেও ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের লড়াকু পুঁজি পায় ঢাকা।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এ ছাড়াও মোহর শেখ ও হাসান মুরাদ একটি করে উইকেট শিকার করেন।

/এমএইচআর

Exit mobile version