Site icon Jamuna Television

সন্ধ্যায় বিপিএলের ‘উত্তর-দক্ষিণ ক্লাসিকো’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম দুই বড় ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। বিনিয়োগ, খেলোয়াড় ও ব্যবস্থাপনা সব দিক থেকেই তারা অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে বলে মনে করে ক্রিকেট ভক্তরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আসরজুড়ে দুর্দান্ত পারফর্ম করা দলটি সবশেষ বিপিএলের শিরোপা ঘরে তোলে। এবার তাদের লক্ষ্য সেটি ধরে রাখা।

অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে বিশ্বের বড় বড় দলগুলোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। দেশের উত্তর ও দক্ষিণপ্রান্তের দুই শহরের এই ধ্রুপদী লড়াই দেখতে তাই মুখিয়ে আছে সবাই।

চলতি আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর। আগের দুই ম্যাচে তারা ঢাকা ও সিলেটকে হারিয়েছে যথাক্রমে ৪০ ও ৩৪ রানের ব্যবধানে। আর, এখন পর্যন্ত এবার একটি ম্যাচ খেলেছে বরিশাল। সেই ম্যাচে রাজশাহীর বিপক্ষে তারা জয় পায় ৪ উইকেটে।

/এমএইচআর

Exit mobile version