Site icon Jamuna Television

২০১৯ বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় বলবেন মাশরাফী

সবকিছু ঠিক থাকলে ২০১৯ বিশ্বকাপের পরই মাঠের ক্রিকেটকে বিদায় বলবেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নতুন ইনিংসে জড়িয়ে থাকতে চান মানুষের আরও কাছে। সে ভাবনা থেকেই রাজনীতিতে নাম লেখানো। গণমাধ্যমকে এসব জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে নিজের দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে সামর্থ্যের সেরাটা উজাড় করতে চান, নড়াইল এক্সপ্রেস।

বাংলাদেশের মানুষকে অনেকটা চমকে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাশীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র নেন মাশরাফি বিন মোর্ত্তজা। নড়াইল ২ আসন থেকে মাশরাফী নির্বাচনের সিদ্ধান্ত নেয়াকে স্বাগত জানিয়েছেন নড়াইলের সাধারণ মানুষ। কিন্ত প্রশ্ন আছে অনেকেরই। সামনে কড়া নাড়ছে বিশ্বকাপ এমন সময় কেন হঠাৎ অধিনায়ক নির্বাচনে আসার সিদ্ধান্ত নিলেন?

নির্বাচিত হলে দেশের জন্য কি কাজ করতে চান এই প্রশ্নের উত্তর গণমাধ্যম কর্মিরা জানতে চান মাশরাফির কাছে? জবাবে তিনি বলেন, অন্য নেতাদের মতো অগ্রীম স্বপ্ন দেখাতে চাইনা। নির্বাচিত হলে বাস্তবতার নিরিখেই নিজের কর্ম পরিকল্পনা সাজাতে চান ম্যাশ।

মাঠের লড়াইয়ে দাপুটে খেলোয়াড় মাশরাফি রাজনীতির খেলায় একদম নবীন। তাইতো মানিয়ে নিতে কিছুটা সময় চাইলেন নড়াইল এক্সপ্রেস।

Exit mobile version