বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছে ডিপ্লোমা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। এন সার্চ ও দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ডিপ্লোমাকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়।
ডিপ্লোমার কর্মকর্তারা জানান, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়ে ডিপ্লোমা পরিবারের সবাই আনন্দিত। এই সাফল্যে সকল ভোক্তা, পার্টনার ও শুভাকাঙ্খীদের অবদান অনস্বীকার্য। ভোক্তাদের আরও ভালো অভিজ্ঞতা দিতে ডিপ্লোমা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
তারা আরও জানান, ১৯৯২ সাল থেকে ডিপ্লোমা ভোক্তাদের সেরা মানের ফুল ক্রিম মিল্ক পাউডার সরবরাহ করছে। নিউজিল্যান্ডের দুগ্ধ প্রতিষ্ঠান ফন্টেরা থেকে আসা ডিপ্লোমার বিশেষ ফর্মুলা ভোক্তাদের আলাদা স্বাদ দিয়েছে।
/আরএইচ

