Site icon Jamuna Television

আজ বিশ্ব ইন্ট্রোভার্ট দিবস

আজ ২ জানুয়ারি, ২০২৫। বিশ্ব ইন্ট্রোভার্ট দিবস। অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট মানুষেরা স্বভাবতই নিজের মধ্যে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদিকে, এক্সটোভার্ট বা বহির্মুখী মানুষেরা সবার সঙ্গে মিশতে চান।

ইন্ট্রোভার্টরা সহজে কারও সঙ্গে মিশতে চান না বা চাইলেও পারেন না বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কিংবা লোকজনের মধ্যেও যেতে পছন্দ করেন না। ফলে অসামাজিক মানুষ হিসেবেও বিবেচিত হন অনেকের কাছে।

ইন্ট্রোভার্টরা নিজের একাকিত্বকে উপভোগ করেন। এমনকি ছুটির দিনেও বাসায় শুয়ে-বসে অলস দিন কাটাতেই পছন্দ করেন তারা। ঘরে বসে টিভি দেখা, বই পড়া, আঁকা-আঁকি কিংবা ঘরের কাজকর্মে দিন কাটাতেই তাদের বেশি ভালো লাগে।

/এআই

Exit mobile version