Site icon Jamuna Television

মাদক চোরাচালানের দায়ে ৬ ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি

মাদক চোরাচালানের দায়ে ৬ ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। মূলত, তাদের মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিলো। তবে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সি’র (এসপিএ) বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হাশিশ চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলো দণ্ডিতরা। নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছিলো। সেখানে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হয়।

আদালতের আদেশের পর আসামিরা আপিল করে কিন্তু সুপ্রিম কোর্ট রায় বহাল রাখে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদকের ক্ষতি থেকে নাগরিকদের রক্ষায় সরকারের কঠোর অবস্থানে থাকবে। 

সৌদি কর্তৃপক্ষের দাবি, জনশৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ড অপরিহার্য এবং এটি কেবল সব ধরনের আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পরই কার্যকর করা হয়।

/এআই

Exit mobile version