Site icon Jamuna Television

রংপুরে মাদক ও সার্জিক্যাল সামগ্রীসহ যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী

সিনিয়র করেসপন্ডেন্ট, রংপুর ব্যুরো:

রংপুর মহানগরীর মেডিকেল পূর্ব গেট এলাকার একটি বাড়ি থেকে এয়ারগান, গাঁজা ও বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের  ভিত্তিতে  বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া বারোটার দিকে রংপুর মেডিকেল কলেজের পূর্ব গেট এলাকার আল আমিনের বাড়িতে অভিযান চালায় তারা।

এ সময় আল আমিনের কাছ থেকে ১টি এয়ার গান, ২৫ গ্রাম গাঁজা,  ৮০০টি বান্ড গ্লোবস, ১০০০ টি সার্জিকাল গ্লোবস,  ১০০ টি কেনুলা, ৩২০ টি বাটারফ্লাই সেট,  ৮০ জিটোন, ৩০০ টি সিরিজসহ বিপুল পরিমাণ সার্জিক্যাল  সামগ্রী উদ্ধার করা হয়। পরে আলামিনকে গ্রেফতার করা হয়।

যৌথ বাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন গাজা সেবন এবং বিক্রির সাথে কথা স্বীকার করেছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে দেয়া হবেও বলে জানাই সেনাবাহিনী। 

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, যৌথ বাহিনী উদ্ধার করার পর আটক আল আমিনকে তাদের কাছে সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা হবে।

/এআই

Exit mobile version