Site icon Jamuna Television

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া। পাহাড় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে বাড়তে শুরু করেছে শীত। ভোরের কুয়াশায় শুভ্র শিশির দোল খাচ্ছে ঘাসের ডগায়। আগের থেকে তাপমাত্রা নেমে বাড়ছে শীতের অনুভব। মাঝরাত থেকে পড়তে শুরু করছে ঘন কুয়াশা।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় উত্তরের এই জেলায় সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

কুয়াশার কারণে ভোরবেলায় সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীত বাড়তে থাকায় বেড়ে গেছে শীতের কাপড় বিক্রিও। বিশেষ করে শিশুদের জন্য গরম কাপড় কিনছেন অভিভাবকরা। কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়েছে বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, শীতকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের। শীতের প্রস্তুতি হিসেবে দুয়েক মাসের আগে থেকেই কর্মব্যস্ততা বেড়ে যায় তাদের। এছাড়া ব্যবসায়ীরা তাদের দোকানে শীতের কাপড় আনতে শুরু করেছেন, বেড়েছে বিক্রিও।

/এমএইচআর

Exit mobile version