Site icon Jamuna Television

আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিলের অঙ্গীকার

রাজশাহী করেসপনডেন্ট:

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পোষ্য কোটা বাতিল করার অঙ্গীকার করেছে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। তবে সেটি হবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স কক্ষে এ ঘোষণা দেন তিনি৷ 

উপাচার্য জানান, আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা থেকে এই পোষ্য কোটা আর থাকছে না। তবে সেটি একটি প্রক্রিয়া অনুসরণ করে বাতিল করা হবে। তিনি উপাচার্য পদে থাকাকালে এই কোটা পুনরায় না ফেরার ঘোষণাও দেন তিনি। পাশাপাশি ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর কথাও জানানো হয়।

উপাচার্যের এমন অঙ্গীকারে উচ্ছ্বাস প্রকাশ করে বিজয় মিছিল করেন আন্দোলনকারীরা। তারা বলছেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম রাবিতে এই পোষ্য কোটা বাতিলে সফল হয়েছেন। এতে তারা বেশ আনন্দিত। একই সাথে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি পোষ্য কোটা বাতিলে আন্দোলনে নামার আহ্বানও জানানো হয়। 

এর আগে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা দেয় শিক্ষার্থীর। এতে ভেতরে আটকা পড়েন দুই উপ-উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা। পরে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধের পর শিক্ষার্থীদের সঙ্গে জরুরি বৈঠকে বসে প্রশাসন। আলোচনা শেষে ঘটনাস্থলে উপস্থিত হয় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। পরে তার কনফারেন্স কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পোষ্য কোটা বাতিলের অঙ্গীকার প্রকাশ করেন।

/এমএইচ

Exit mobile version