Site icon Jamuna Television

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ইয়ামাল

স্প্যানিশ সুপার কাপের আগে সুখবর পেলো বার্সা শিবির। ইনজুরি কাটিতে প্রত্যাশিত সময়ের বেশ আগেই অনুশীলনে যোগ দিয়েছেন দলের অন্যতম ভরসা লামিন ইয়ামাল।

গত ১৬ ডিসেম্বর লা লিগায় লেগানেসের বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান ইয়ামাল। ক্লাব কর্তৃপক্ষ তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার কথা জানালেও তার আগেই ফিরেছেন এই ফুটবলার।

ইয়ামালের প্রত্যাবর্তন আশার আলো জাগাচ্ছে বার্সেলোনা শিবিরে। আগামী বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১টায় সেমিফাইনালের লড়াইয়ে যা বাড়তি রসদ হিসেবে কাজ করবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।

সবশেষ ইউরোতে স্পেনের শিরোপা জয়ে অবদান রাখা এই উইঙ্গার চলতি মৌসুমেও উজ্জ্বল বার্সেলোনার জার্সিতে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে তিনি গোল করেছেন ৬টি। সেইসাথে অবদান রাখেন সতীর্থদের করা ১১টি গোলে।

/এমএইচআর

Exit mobile version