Site icon Jamuna Television

মেয়াদ বাড়ল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ৩ অক্টোবর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নম্বর ৩২৯-আইন/২০২৪ দ্বারা গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন-এর মেয়াদ আগামী ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

গত ৩ অক্টোবর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়।

উল্লেখ্য, কমিশন গঠনের তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলেছিল সরকার। সে হিসেবে আজ শুক্রবার (৩ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন দেয়ার কথা থাকলেও মেয়াদ বর্ধিত করায় কমিশন আরও বাড়তি সময় পেলো।

/এমএইচআর

Exit mobile version