Site icon Jamuna Television

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশকিছু স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেট ও কুমিল্লায় ভূমিকম্পের রেশ কিছুটা স্পষ্টভাবে অনুভব করা গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩২ মিনিটে ভূকম্পনের বিষয়টি অনুভূত হয়। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের নাগাল্যান্ড রাজ্যের ফেক শহর থেকে ১২৮ কি. মি দূরে।

কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।

উল্লেখ্য, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি।

/এমএইচআর

Exit mobile version