Site icon Jamuna Television

শীত জেঁকে বসায় জমেছে উষ্ণ কাপড়ের বাজার

শীত নিবারণে রাজধানীজুড়ে চাহিদা বেড়েছে গরম কাপড়ের। শপিং মল থেকে শুরু করে ফুটপাতে বেচাকেনা হচ্ছে বিভিন্ন ধরনের শীতের কাপড়।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডসহ আশেপাশের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা যায়। ব্যবসায়ী ও দোকানিরা জানান, ক্রেতাদের চাহিদা আর রুচির কথা মাথায় রেখে পসরা সাজিয়েছেন এসব পোশাকের।

এরমধ্যে জ্যাকেট, সোয়েটার, হুডি, ফুল স্লিভ টি-শার্ট, ব্লেজার, জিন্সের মোটা শার্ট-জ্যাকেট, উইন্টার কোট, উলের তৈরি শাল, মাফলার, কানটুপি, হাত-পায়ের মোজার চাহিদা বেশি। ব্যবসায়ীরা জানান, শীতের অধিকাংশ ক্রেতাই তরুণ-তরুণী। সেজন্য তাদের পছন্দের কথা চিন্তা করে দোকানে ক্যাজুয়াল ফ্যাশনের কালেকশনই বেশি রাখা হয়েছে।

এছাড়াও ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষের কথা চিন্তা করে বিভিন্ন মানের কাপড় দেখা গেছে দোকানগুলোতে। এছাড়া উষ্ণতা বাড়াতে কম্বল ও কম্ফোর্টারের চাহিদাও বেশ।

/এটিএম

Exit mobile version