Site icon Jamuna Television

‘ডাকসু নির্বাচনের ব্যাপারে আন্তরিক ঢাবি প্রশাসন’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনটাই জানিয়েছেন, উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। তিনি জানান, সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ তৈরি করা হবে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান তিনি।=

ভিসি বলেন, ডাকসু নির্বাচনের বিষয়ে সকল ছাত্র সংগঠনগুলোর মধ্যে সমঝোতা হতে হবে। এ নিয়ে কয়েকটি কমিটি কাজ করছে। এ সময় সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করার কথাও জানান তিনি।

নিয়াজ আহমদ বলেন, এ বছর আইবিএতে এবার ১২০ আসনের বিপরীতে পরীক্ষার্থী ১০ হাজার ২৭৮ জন। আগামী ১৫ জানুয়ারি প্রতিযোগিতামূলক এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এ সময় ক্যাম্পাসের শৃঙ্খলা বজায়ে রাখতে উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গতকাল রাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ঢাবি ভিসিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষনা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। ডাকসু নির্বাচন বানচালে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত।

/এটিএম/আরএইচ

Exit mobile version