Site icon Jamuna Television

মনোনয়নপত্র বাতিল: দুই দিনে ইসিতে আপিল করেছেন ২৩৪ জন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ২৩৪ মনোনয়নপ্রার্থীর আপিল নির্বাচন কমিশনে জমা পড়েছে।আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আজ বিএনপির মনোনয়নপ্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, গণফোরামের রেজা কিবরিয়া, জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার ও মাসুদ পারভেজ ছিলেন আপিলকারীদের মধ্যে উল্লেখযোগ্য। এর আগে গতকাল সোমবার ৮৪টি আপিল জমা পড়ে ইসিতে। আগামীকাল বুধবার আপিলের শেষ দিন।

আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে কমিশন। এরপরও কারো প্রার্থীতা বাতিল বা বহাল থাকলে তারা উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন।

বিলখেলাপি, ঋণখেলাপি, এক শতাংশ ভোটার না থাকা, লাভজনক পদে থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কর রিটার্ন দাখিল না করা, দণ্ডপ্রাপ্তি, স্বাক্ষর জটিলতাসহ নানা কারণে রেকর্ডসংখ্যক প্রার্থীর প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা।

এবার সারা দেশে ৭৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে বিএনপির ১৪১ জন প্রার্থী রয়েছে। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বাদের তালিকায়।

Exit mobile version