Site icon Jamuna Television

১৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রংপুর বিভাগের জেলার সংখ্যা ৮। তাই সব মিলিয়ে আজ শুক্রবার (৩ জানুয়ারি) ১৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

কেবল শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এসব জেলায় নয়, রাজধানীসহ দেশের প্রায় সব জায়গায় আজ ঠান্ডার প্রকোপ ছিল। গতকাল থেকে ঘন কুয়াশা পড়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছে না মানুষজন।
তীব্র শীতের কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। কাজের সন্ধানে তাদের বাইরে বেরোতে হচ্ছে।

ঘন কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহন চলাচলে বিপত্তি দেখা দিয়েছে। এছাড়া, ঠান্ডাজনিত নানা অসুখে হাসপাতালসহ চিকিৎসাকেন্দ্রগুলোতে রোগী বেড়েছে।

এদিকে, আজ রাজধানীতে সবোর্চ্চ তাপমাত্রা ধরা পড়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার যা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল শনিবার রাজধানীতে কুয়াশা থাকতে পারে। তবে রোদ ওঠারও সামান্য সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।

/এমএন

Exit mobile version