Site icon Jamuna Television

শীতে কাঁপছে সাতক্ষীরা, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা

সাতক্ষীরা করেসপনডেন্ট: 

শীত আর কুয়াশার সঙ্গে সঙ্গে হিমেল হাওয়ায় কাঁপছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকুলীয় জেলা সাতক্ষীরা। শুক্রবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

উপকূলীয় গাবুরা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, তীব্র শীত পড়ছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। সরকারিভাবে শীতবস্ত্রের দাবি করেন বাসিন্দারা। 

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, সাতক্ষীরায় এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে। ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, রাজধানীসহ দেশের প্রায় সব জায়গায় আজ ঠান্ডার প্রকোপ ছিল। গতকাল থেকে ঘন কুয়াশা পড়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছে না মানুষজন। তীব্র শীতের কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। কাজের সন্ধানে তাদের বাইরে বেরোতে হচ্ছে।

/এসআইএন

Exit mobile version