Site icon Jamuna Television

সারাদেশে বেড়েছে শীতের দাপট, ঠাণ্ডায় জবুথবু জনজীবন

পৌষের মধ্যভাগে সারাদেশে বেড়েছে শীতের দাপট। সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া। কনকনে ঠাণ্ডায় জবুথবু জনজীবন। শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশারও দাপটও। সকালেও বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যায়। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে একটু উষ্ণতা পাওয়া চেষ্টা অনেকের।

পদ্মা ও যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল মধ্য রাত থেকে সকাল পর্যন্ত প্রায় দশ ঘণ্টা বন্ধ ছিলো।

এদিকে, শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু আর বৃদ্ধ। এই মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় গত কয়েক দিন ধরে সিরাজগঞ্জে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত পড়েছে। শহরের  চেয়ে গ্রামের শীতের তীব্রতা আরও বেশি। তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। সিরাজগঞ্জে আজ শনিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

তিন দিন ধরে রোদের দেখা নেই জামালপুরে। শৈত্য প্রবাহের সাথে মৃদু বাতাস বইছে। এতে কষ্টে দিন পার করছে ছিন্নমূল ও শ্রমজীবীরা। সকাল থেকে রাত পর্যন্ত একই অবস্থা থাকে প্রকৃতিতে। কুয়াশা কম থাকলেও ঠান্ডার তীব্রতার কারণে বেলা বাড়লেও থাকেনা সূর্য। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। এদিকে ঠান্ডার কারণে সময় মতো কাজে যেতে পারছেন না জেলার নিম্নআয়ের সাধারণ মানুষজন। সব চেয়ে বেশি দুর্ভোগে রয়েছে চরাঞ্চলের জনপদ।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ শনিবার রাজশাহীতে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। সকালের পরে আদ্রতা বাড়বে শীত কিছুটা কমবে। সকাল থেকে কনকনে ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বেড়েছে রাস্তায় বের হওয়া খেটে খাওয়া সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। 

অন্যদিকে, পঞ্চগড়ের বোদা উপজেলায় আগুন পোহাতে গিয়ে শহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শীত নিবারণের জন্য বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরের চুলায় আগুন পোহাতে যান। এ সময়  অসাবধানতাবশত চুলার আগুনে পড়ে যায় তিনি। এতে তার শরীরের সামনের দিক ঝলসে যায় তার।

/এসআইএন

Exit mobile version