Site icon Jamuna Television

কণ্ঠশিল্পী কনকচাঁপার ফেসবুক আইডি হ্যাকড, অর্থ দাবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপার ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাক হয়েছে। এ অভিযোগ জানিয়ে তিনি পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ মঙ্গলবার জিডিটি করেন তিনি।

জিডিতে তিনি উল্লেখ করেন, ২৯ নভেম্বর রাত আনুমানিক ৯টায় অজ্ঞাত ব্যক্তি দ্বারা তার আইডিটি হ্যাক হয়। আইডি ফেরত দেওয়ার জন্য মেসেঞ্জারে অর্থ দাবি করেছে ওই হ্যাকার। শিল্পী কনকচাঁপার ফেসবুক প্রোফাইলে ঢুকলে তার নামের পাশে ‘দিস প্রোফাইল ইজ লকড’ দেখা যাচ্ছে।

এ বিষয়ে পল্টন থানার উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ জসিম বলেন, আমরা তার অভিযোগ পেয়েছি, তদন্ত করছি। এখনো তেমন কোনো অগ্রগতি নেই।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন খ্যাতনামা কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

Exit mobile version