Site icon Jamuna Television

সাতক্ষীরায় শীতের দাপট, দেখা নেই সূর্যের

সাতক্ষীরা করেসপনডেন্ট: 

সাতক্ষীরায় সকাল থেকে কুয়াশা, এখনও সূর্যের দেখা মেলেনি। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সড়কে কমেছে মানুষ ও যান চলাচল। 

শনিবার (৪ জানুয়ারি) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রী সেলসিয়ার্স।

তবে, শীত উপেক্ষা করেও মাঠে কৃষি কাজ করতে দেখা গেছে কৃষকদের। এছাড়া খেটে খাওয়া মানুষজনও বেড়িয়েছে কাজের সন্ধানে। তারা জানিয়েছে, যতো শীতই পড়ুক, দিনে কাজে না বের হলে তাদেরকে তিনবেলা না খেয়ে থাকতে হবে। তাছাড়া তাদের পরিবারের সদস্যদের কথা ভেবে হলেও তাদের কাজে যেতে হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছ ১৩ ডিগ্রী সেলসিয়ার্স। গতকাল শুক্রবার যা ছিল ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়ার্স। ধীরে ধীরে সাতক্ষীরায় তাপমাত্রা আরও কমবে বলেও জানান তিনি। জানান, তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নামার সম্ভাবনা রয়েছে।

/এমএইচ

Exit mobile version