Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে গণপিটুনিতে এক ডাকাত নিহত

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতে জোকারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এলাকায় ডাকাতের উপস্থিতি টের পেয়ে চারপাশ ঘেরাও করে গ্রামবাসী। ডাকাতদের দেয়া হয় ধাওয়া। পালাতে পারেননি মুকুল নামের একজন। পরে, ক্ষুব্ধ জনতার পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। মরদেহ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, নিহত মুকুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে।

/এসআইএন

Exit mobile version