Site icon Jamuna Television

ঘুষের মামলায় সাজা নিশ্চিত ট্রাম্পের

আগামী ১০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিউইয়র্কে ঘুষের মামলায় সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৩ জানুয়ারি) একজন বিচারক জানিয়েছেন, ট্রাম্পকে কারাদণ্ড বা অন্য সাজা দেওয়ার সম্ভাবনা নেই।

যৌন সম্পর্কের বিষয়টি ধামাচাপা দিতে স্টর্মিকে ঘুষ দেওয়াসংক্রান্ত ফৌজদারি মামলাটিতে নিউইয়র্কের ম্যানহাটান আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে। নিউইয়র্কের বিচারক জুয়ান মার্চান ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানা না দিয়ে শর্তহীন খালাস দেয়ার ইঙ্গিত দিয়েছেন।

তিনি তার আদেশে লিখেছেন যে ‘ডোনাল্ড ট্রাম্প সশরীরে কিংবা ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন। তাঁকে ‘শর্তহীন মুক্তির’ দণ্ডাদেশ (একধরনের স্থগিত দণ্ডাদেশ) দেওয়া হবে; যার অর্থ তাঁকে কোনো হেফাজতে থাকার, আর্থিক জরিমানা দেওয়ার কিংবা প্রবেশনের প্রয়োজন হবে না। এটাই হবে সবচেয়ে কার্যকর সমাধান।’

/এআই

Exit mobile version